
জাহিদ আনোয়ার ,রানীগঞ্জ : বৃহষ্পতিবার সকালে রানিগঞ্জের চুড়িপট্টি ধাওদা এলাকায় ২০ বছর বয়সী এক যুবক সুমোদ বাউরি নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে পারিবারিক অশান্তির জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক অনুমান। বছর তিনেক আগে ওই যুবকের সাথে দীপালি হাডি নামক এক মহিলার বিয়ে হয়েছিল। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্ত্রী ও মামাদের সঙ্গে সুমোদের মতবিরোধ চলছিল । মৃতের ভাই প্রমোদ বাউরির অভিযোগ, সম্প্রতি দীপালীর ভাইরা তার ভাই সুমোধকে মারধর করেছে। দীপালি ও তার ভাইদের বিরূদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়েরের দাবি জানিয়েছেন মৃতের ভাই প্রমোদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গ বাউরি সোসাইটির সভাপতি শ্রীমন্ত বাউরি। তিনিও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন রহস্য আছে,তা তদন্তের পরই জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তর জন্য নিয়ে যায় ।