

৯৯ ডিজিটাল ডেস্ক :
মাত্র দিন কয়েকের ব্যবধানে ফের দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। এদিন সকালে বেনাচিতির বাসিন্দা মধু শর্মা তার তিন বন্ধুকে নিয়ে ব্যারেজে আসে। নদীতে স্নান করতে নেমে মধু বন্ধুদের থেকে একটু দূরে চলে যায়। সেখানেই সে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়জোড়া থানার পুলিশ। স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে তল্লাশি চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই মধু শর্মার নিথর দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে ও শোকে ভেঙে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে মুচিপাড়ার এক স্কুল ছাত্রের মৃত্যু হয় এই দুর্গাপুর ব্যারেজে তলিয়ে গিয়ে। ফলে একের পর এক এই মর্মান্তিক মৃত্যুতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। দুর্গাপুর ব্যারেজের নিম্নবর্তী এলাকা ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রায়শই জলে ডুবে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।