
বিশ্বজিৎ সাহা, ৯৯বাংলা নিউজ ডেস্ক : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বড়সড় ভাঙন পদ্ম শিবিরে। সোমবার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টালবাংরুয়া গ্রামে তৃণমূলের নব-নির্বাচিত অঞ্চল সভাপতি আনোয়ারুল হোসেনের নেতৃত্বে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে বিজেপি থেকে ৫৫০ এবং কংগ্রেস থেকে ৪০০ জন কর্মী যোগ দিল তৃণমূলে।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং বুলবুল খান, ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। যোগদানকারীদের দাবি তৃণমূলের উন্নয়নে সামিল হতেই তারা যোগদান করলেন। যদিও এই যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির দাবি, ওই এলাকায় তাদের অতজন কর্মী নেই, তাহলে কিভাবে যোগদান করালো তৃণমূল। কংগ্রেসের কটাক্ষ মানুষ গ্রামে গ্রামে ঝাঁটা পেটা করছে, দুর্নীতি থেকে নজর ঘোরাতে এসব ভুয়ো যোগদান। পাগলে কি না বলে ছাগলে কি না খায় এই ভাষাতেই বিরোধিদের পাল্টা কটাক্ষ করলেন মন্ত্রী তাজমুল হোসেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা।