
কৌশিক বসু,দুর্গাপুর : নারী শক্তিই দেশের ভবিষ্যত , এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজবাঁধের এক বেসরকারী কলেজের উদ্যোগে একটি র্যালি সংগঠিত হল। দুর্গাপুরের সিটি সেন্টারে প্রায় এক কিমি এই র্যালিতে অংশ নেয় বেসরকারী কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ ড: সব্যসাচী সরকার জানালেন যে দেশের কৃতী মহিলাদের বিষয়ে অনেকেই সেভাবে অবগত নন। নারী শক্তি বা নারীদের সাফল্য কিভাবে দেশের মুখ উজ্জ্বল করছে এদিনের র্যালির মাধ্যমে সাধারন মানুষকে সেটাই জানান হল ,জানালেন কলেজের অধ্যক্ষ। দেশের কৃতী নারীদের এই র্যালির মাধ্যমে সম্মান জানানো হয়। কলেজের ছাত্র ছাত্রী দের এই র্যালিতে অংশ গ্রহনের উদ্দেশ্য হল , এরাই ভবিষ্যত প্রজন্ম , যাতে এরা আরও অনুপ্রানিত হয় সে কারনেই বেসরকারী কলেজের এই উদ্যোগ , জানালেন অধ্যক্ষ।

কলেজের শিক্ষিকা সিক্তা বিশ্বাসের ব্যবস্থাপনায় এদিন র্যালিটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন যে এখন মহিলা সব কাজেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছে। মহিলাদের আরও অনুপ্রানিত করতে এদিনের র্যালি , জানাচ্ছেন সিক্তা দেবী।