
৯৯ বাংলা,নিউজ ডেস্ক: জাতীয় সঙ্গীত বিতর্কে নাম জড়াই খোদ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের একটি ম্যাজিস্ট্রেট কোর্ট। বৃহস্পতিবার মুম্বইয়ের এক বিশেষ আদালত সেই সমন খারিজ করল। মমতা বন্দোপাধ্যায় কে সমন পাঠানোর সময় উপযুক্ত বিধানগুলি অনুসরণ করা হয়নি। এই মর্মে দুই পক্ষের যুক্তি শুনে বিশেষ বিচারক ম্যাজিস্ট্রেটকে মামলাটি ফের অভিযোগ যাচাইয়ের পর্যায় থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন বিশেষ বিচারক আর এন রোকাদে।
উল্লেখ্য, গত২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হওয়ার সময় তিনি উঠে দাঁড়াননি,জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে এমনই অভিযোগ তোলেন বিজেপি নেতা। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা।
অবশেষে এই মামলায় স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দেন। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা এই মামলার পরে ঠিকমতো পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে জানিয়েছেন বিচারক। সমন পাঠানোর সময়ে যথাযথ বিধান অনুসরণ করা হয়নি বলে জানিয়েছেন খোদ বিচারপতি। দুপক্ষের যুক্তি শুনে মামলাটিতে ফের যাচাইয়ের পর্যায় থেকে শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।