
৯৯ বাংলা ডেস্ক : ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। অর্থাৎ মুন সাইন। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। তাহলে আজ মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য। একনজরে দেখে নেওয়া হোক , আজকেরভাগ্য লিপি …..
মেষ রাশি : আপনার এমন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি দীর্ঘ সময়ের জন্য আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছেন। কর্মক্ষেত্রে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।
বৃষ রাশি : দিনের শুরুতে না-হলেও মধ্যাহ্নের পর কাজের চাপ বাড়তে চলেছে। আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হলে ধীরে ধীরে তা করতে হবে। কেরিয়ার হোক বা আর্থিক বিষয়, আপনি নানা ধরনের সুযোগ পেতে চলেছেন।
মিথুন রাশি : কর্ম সংক্রান্ত নানা সমস্যার সমাধান হতে চলেছে। গত কয়েক দিনের অনিদ্রার কারণে শীঘ্রই অনিদ্রাজনিত রোগে আক্রান্ত হতে পারেন। তবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আরও তীক্ষ্ণ হতে চলেছে, আপনি হঠাৎই পজিটিভ এনার্জির স্বাদ পেতে পারেন।
কর্কট রাশি : সময়টা এক কথায় রোম্যান্টিক। তাই মনের মানুষ খুঁজে পেতে চাইলে তা পেয়ে যেতে পারেন। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা খোলা মনে কথাবার্তা বলে নিতে পারেন। কর্মক্ষেত্রে অন্যদের কথায় কান না-দিয়ে নিজের কাজ করে যেতে হবে।
সিংহ রাশি : আপনার জন্য এক অপ্রত্যাশিত চমক অপেক্ষা করে রয়েছে। নতুন কোনও পরিকল্পনা শুরু করার জন্য দিনটি আদর্শ। কয়েক দিন ছুটি কাটানোর পরে জোরকদমে আবার কাজ শুরু করে দিতে হবে।
কন্যা রাশি : সারা দিন এনার্জি তুঙ্গে থাকবে। সম্পর্কে হালকা হাসি-ঠাট্টা চলতে পারে। তবে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে সমস্যা হতে পারে।
তুলা রাশি : নতুন কোনও পরিকল্পনা শুরু করার জন্য সময়টা আদর্শ। ছোটখাটো শারীরিক সমস্যা হতে পারে, তবে খুব একটা মনোযোগ দেওয়ার দরকার নেই। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জিং সময় শেষ হতে চলেছে।
বৃশ্চিক রাশি : অন্যরা কী বলছেন বা ভাবছেন, সেই সবে কান না-দেওয়াই ভাল। সম্পর্কে সৎ থাকার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে সময় বুঝে সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে।
ধনু রাশি : সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়াতে পারে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা দেখানো সত্ত্বেও সাফল্য পেতে খানিক দেরি হতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও রকমের সমালোচনা এড়িয়ে চলতে হবে।
মকর রাশি : নতুন কোনও আইডিয়ার সন্ধান পেতে পারেন। অবহেলা না-করে একে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত মনোযোগের সঙ্গে কর্ম সম্পাদন করতে পারবেন।
কুম্ভ রাশি : সম্পর্কে গত কয়েক দিন ধরে যে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি চলছে, তা শীঘ্রই শেষ হতে পারে। নিজের জনসংযোগ দক্ষতা আজ কর্ম সম্পাদনে সাহায্যকারী হয়ে উঠবে।
মীন রাশি : নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করতে হবে। কর্মক্ষেত্রে দারুণ এনার্জির সঙ্গে কাজ করতে পারবেন এবং সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন।
।। বিশ্লেষিত জানতে অবশ্যই কোনো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন ।।