
৯৯ বাংলা,নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন সাফল্যের চাবিকাঠি। সম্প্রতি একাধিক প্রতিভাবানদের ভাইরাল হতে দেখা গেছে এই নেট মিডিয়ায়। কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল জোমাটো ডেলিভারি গার্ল পৌলমী। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের খবরের জেরেই রাতারাতি নেটিজেনদের কাছে পরিচিত মুখ হয়ে হয়েছেন ফুটবলার পৌলমী অধিকারী। অর্থসংকটে ফুটবল ছেড়ে ডেলিভারি গার্লের কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি। বাই বাই জানাতে হয়েছিল পছন্দের খেলা ফুটবল কে। সম্প্রতি এক ব্যক্তি তার একটি সাক্ষাৎকার নেন এবং পরে সেটি ঝড়ো হাওয়ার মতো ভাইরাল হতে থাকে নেট দুনিয়ায়। যেখানে পৌলমী ফুটবলে স্বপ্নভঙ্গের কাহিনি বিস্তারিত তুলে ধরেন সকলের সামনে। এরপরেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়।
অব শেষে স্বপ্নভঙ্গের কাহিনি সকলের সামনে আসতেই টনক নড়ে আইএফএ-র। তড়িঘড়ি তাকে ডেকে পাঠানো হয়েছে আগামী শুক্রবার। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অকপটে এই কথা স্বীকারও করেছেন পৌলমী। ফের কি মিলবে সুযোগ? নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন প্রশ্ন করা হলে তিনি অকপটে বলেন, যে আজকাল তার স্বপ্ন দেখতেও ভয় লাগে। তবে অবশ্যই সুযোগ মিললে লক্ষ্যে পৌঁছাব।
উল্লেখ্য, ২০১৩ সালে জুনিয়র এফসি কোয়ালিফায়ার এবং ২০১৬ সালে গ্লাসগোতে হোমলেস বিশ্বকাপে মাঠে বল পায়ে দেখা গেছিলো পৌলমীকে। কিন্তু তারপর ২০১৮ সালে একটি চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়ে যেতে হয় তাকে। আর ফেরার সুযোগ হয়নি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পৌলমীর বাবা একজন গাড়িচালক। মা মারা গেছে অনেক ছোটবেলায়। নিজের পড়াশোনা ও সংসারের হাল ধরতে হয়েছে পৌলোমীকেই।তাই ছাড়তে হয়েছে ফুটবল। ভাইরাল হবার পর পৌলমীর মিলেছে সুযোগ। খবর পেয়ে খুশি হাওয়া নেট দুনিয়ায়। বঙ্গকন্যার স্বপ্নপূরণ হয় কিনা তা দেখতে তারা উৎসুক বঙ্গ ব্রিগেড। স্বপ্ন পূরণ যদি শেষ পর্যন্ত নাও হয় তা সত্ত্বেও পৌলমী যে লড়াই করে নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন সেই লড়াইটি কেও কুর্নিশ করেছেন বঙ্গ বাঙালি থেকে ফুটবলপ্রেমীরা।