
কৌশিক বসু, দুর্গাপুর : শুক্রবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের ঘোষিত কর্মসূচি ছিল গান্ধী মোড়ের সার্কাস ময়দান থেকে। নিরাপত্তার স্বার্থে সেই মিছিলের স্থান পরিবর্তন করা হলো পুলিশের পক্ষ থেকে। পরিবর্তিত স্থান দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড। সেখানে প্রথমে জমায়েত ও পরে মিছিল সংগঠিত করে বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যের কয়েক জায়গায় হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এদিনের মিছিল বলে জানান উদ্যোক্তারা।

বিশ্ব হিন্দু পরিষদের দুর্গাপুর শাখার সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানান যে গুড ফ্রাইডে উপলক্ষে মিছিল থাকায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের স্থান পরিবর্তন করতে বাধ্য করে পুলিশ। অভিজিৎ বাবুর অভিযোগ পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিছিলের স্থান পরিবর্তন করেছে, কারণ এদিন কোথাও গুড ফ্রাইডের কোন মিছিল ছিল না। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচিকে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ।