
কৌশিক বসু,দুর্গাপুর : অভিনব প্রতারণা, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে নিজেকে মৃত ঘোষণা করে দেওয়া। কিন্তু সে ফন্দি কাজে লাগলো না, শহরের অন্যপ্রান্তে নতুন প্রতারণার দপ্তর খোলাই কাল হলো । প্রতারিতদের হাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি, সঙ্গে দুজন মহিলা। আপাতত পুলিশের জিম্মায় তিনজন। ঘটনা দুর্গাপুরের বিধান নগরের শিল্প কানন এর।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগেই। সোশ্যাল মিডিয়ায় অনলাইনে চাকরি করার আবেদন জানিয়ে বিজ্ঞাপন দেয় এক সংস্থা। এই ধরনের বিজ্ঞাপন এখন আখছারই সোশ্যাল মিডিয়ায় ভরে থাকে। ব্যাংকে চাকরি করে দেওয়ার নামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই মতো প্রায় কয়েকশ লোক ২০০০ কিংবা ৩০০০ টাকা দিয়েছিল অনুরাগ ব্যানার্জি নামে এক ব্যক্তিকে। দুর্গাপুরের লিংক পার্ক এলাকায় এই ব্যক্তি অফিস খুলে বসে ছিলেন। অনুরাগ ব্যানার্জি নামে একটি হোয়াটস এ্যাপ গ্রুপ খুলে অনলাইন ট্রেনিং শুরু হয় তাতে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওই গ্রুপে “অনুরাগ ব্যানার্জি দুর্ঘটনায় মৃত” এই মেসেজ দেওয়া হয়। স্বভাবতই সবাই বিশ্বাস করে নেয় ও পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। লিংক পার্কের অফিসে গিয়েও আর কাউকে পায় না চাকরির জন্য টাকা দেওয়া ব্যক্তিরা।
দিন কয়েক আগে আবারও একটি চাকরির বিজ্ঞাপন খেয়াল করেন ভুক্তভোগীদের একজন। অনলাইনে আবেদন করার পর বিধান নগরের শিল্প কাননের ফেজ ওয়ানে একটি দপ্তরে আসতে বলা হয়। সেখানে এসেই ওই ভুক্তভোগী আবিষ্কার করেন “মৃত” অনুরাগ ব্যানার্জিকে। এরপরই পুরনো প্রতারিতরা এসে হাতেনাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে। সঙ্গে দুজন মহিলাকেও ধরে নেয় তারা। বিধান নগর পুলিশ ফাঁড়িতে খবর দিলে , পুলিশ এসে তিনজনকে নিজেদের জিম্মায় নেয়। যদিও ওই ব্যক্তি জানান যে তিনি টাকা ফেরত দেবেন।

প্রতারিত এক মহিলা অর্পিতা কর জানান যে পুলিশ কে কে কত টাকা পাবে, তার একটা তালিকা তৈরি করেছে। অপর প্রতারিত অলকেশ চ্যাটার্জি বলেন যে প্রায় শ খানেক লোকের কাছে ব্যাংকের ব্যাক অফিসে কাজ দেওয়ার নামে টাকা নিয়েছিল এই ব্যক্তি, অনলাইনে মাস খানেক ট্রেনিংও দেওয়া হয়। তিনি বলেন যে পুলিশ আশ্বাস দিয়েছে টাকা ফেরত পাইয়ে দেওয়ার।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ধরনের চাকরির বিজ্ঞাপন। “বাড়িতে বসে রোজকার করুন দিনে ৫০০০ টাকা”, প্রায় প্রতিদিনই এ ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আবার ব্যক্তিগত হোয়াটস এ্যাপ নম্বরেও মেসেজ আসছে চাকরির অফারের। আর এই অফারের ফাঁদে পা দিয়ে হাজার হাজার টাকা খুইয়ে ফেলছে সাধারণ মানুষ। বাজারে চাকরির আকাল, বেকারদের চাকরি পাওয়ার অদম্য বাসনা কে এইভাবে হাতিয়ার করছে প্রতারকদের দল, মত ওয়াকিবহাল মহলের।