
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বুধবার সকালে চাঞ্চল্য মুর্শিদাবাদে। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ‘কুবেরের ধন’। আর এই ঘটনায় ফের তোলপাড় রাজ্য রাজনীতি। আয়কর সূত্রের খবর, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর (MLA Zakir Hossain) বাড়ি থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম ও কারখানা মিলিয়ে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে জুড়ে রাজ্যে শোরগোল।
সূত্রের খবর, আয়কর আদিকারিকরা তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের চালকল-তেলকল সহ বিড়ি কারখানায় হানা দেয়। এরপর তল্লাশি চালিয়ে সেই জায়গায় গুলি থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। যদিও এই টাকার পাহাড় উদ্ধার সম্পর্কে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন দাবি, তার একাধিক মিল রয়েছে। আর সেই সব তেল ও চালের মিলের জন্য নগদ টাকা দিয়েই শস্য কিনতে হয়। পাশাপাশি বিড়ি কারখানায় শ্রমিকদের প্রতি সপ্তাহান্তে মজুরি দিতে হয়। সেই টাকাই বিভিন্ন জায়গায় মজুত করে রাখা ছিল।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়াারি ২০২১ সালে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে জখম ব্যাপক জখম হন জাকির হোসেন। ট্রেন্ড বজায় রেখে শেষ বারের থেকে চারগুণ ভোট পেয়ে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। যদিও এবারে মন্ত্রীসভায় জায়গা পাননি তিনি।