
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বিরোধীদলরা মোদী সরকারের বিরুদ্ধে বেকারত্ব ইস্যুকে বড় হাতিয়ার হিসাবেই সর্বদা ব্যবহার করে থাকে। সেই প্রসঙ্গে আরও একবার সরব হয়েছেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান। বেকারত্ব নিয়ে কেন্দ্র এবং মহারাষ্ট্রে বিজেপি সরকারের সমালোচনা করে শরদ পাওয়ার বলেছেন ,বিবাহযোগ্য বয়সের যুবকরা পাত্রী খুঁজে পাচ্ছে না। এটি সামাজিক সমস্যা তৈরি করছে।
এনসিপির প্রধান জন জাগরন যাত্রার সূচনা করার আগে বক্তৃতা দেওয়ার পর পাওয়ার বলেছেন, সম্প্রদায়ের মধ্যে একটি ফাটল তৈরি করা হচ্ছে এবং মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো আসল সমস্যাগুলি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে। এনসিপি প্রধান বলেছেন,আজকের যুবকরা শিক্ষিত এবং তাদের চাকরি দাবি করার অধিকার রয়েছে। তাঁর কথায়, “একবার ভ্রমণের সময় আমি ২৫ থেকে ৩০ বছর বয়সী ১৫ থেকে ২০ জন পুরুষকে দেখতে পেলাম একটি গ্রামের একটি জনবহুল এলাকায় এমনি বসে আছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম তারা কী করেছেন। কেউ বলেছেন তারা স্নাতক, কেউ বলেছেন তারা স্নাতকোত্তর। যখন আমি জিজ্ঞাসা করলাম তারা বিবাহিত কিনা, সবাই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিল।” তিনি তাদের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, তাঁদের কাছে চাকরি নেই বলে কেউ তাঁদের পাত্রী দিতে প্রস্তুত নয়। “এই অভিযোগগুলি রাজ্যের গ্রামীণ অংশে বেশি শোনা যাচ্ছে” বলেই দাবি করেছেন তিনি।
কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর নীতি গ্রহণের পরিবর্তে সম্প্রদায় ও ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন। একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করে পাওয়ার আরও বলেছেন, তাদের কৃষকরা উৎপাদন বাড়িয়েছে বলে দেশের ক্ষুধার সমস্যা মোকাবিলা করা সম্ভব হয়ছে।কিন্তু ক্ষমতায় থাকা লোকেরা কৃষকদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। বরং মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষা করছে এবং সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে মুদ্রাস্ফীতির দিকে। শুধু তাই নয় মহারাষ্ট্রের সরকারের বিরুদ্ধেও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন।