
কৌশিক বসু,দুর্গাপুর : গত মঙ্গলবার দুর্গাপুর চণ্ডীদাস বাজারে একটি বস্ত্রালয়ের দোকান ব্যাবসায়ীকে মারধরের ঘটনায় বুধবার রাতে দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ধৃতদের নাম
হরিসাধন ঘোষ ও অক্ষয় গড়াই। তাদের বাড়ি ইস্পাত পল্লী এলাকায়। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
বস্ত্রালয় ব্যবসায়ী রতন দেবনাথ দীর্ঘ ১৪ বছর ওই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করছেন। দোকানটির প্রকৃত মালিক অরুপ কুমার পাল। দোকানটি খালি করানোর জন্য ইতিমধ্যেই অরূপ পাল আইনের দ্বারস্থ হন। ঘটনার দিন রতন দেবনাথ ফের দোকান খুললে কয়েকজন এসে রতন দেবনাথকে মারধোর করে ও দোকান থেকে জামাকাপড় ফেলে দিয়ে উচ্ছেদ করে। ঘটনায় আহত হয় রতন দেবনাথ সহ তার কর্মচারী। তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। রতন দেবনাথ পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ বুধবার রাতে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন তাদের হেফাজতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।