
অর্পণ ভট্টাচার্য, ৯৯ বাংলা নিউজ: কলকাতা সহ গোটা বাংলায় শীত কার্যত উধাও। জানুয়ারিতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। তবে আগামী সোমবার থেকেই ফের সামান্য নামবে তাপমাত্রার পারদ। কিন্তু এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই জেলাগুলি হল, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও দার্জিলিং। তবে দার্জিলিংয়ে আজ অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টি হবে। সেই বৃষ্টি টানা চলবে কয়েকদিন। আর কী শীত ফিরবে রাজ্যে ? কিন্তু আর কোনও ভাবেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তিশালী উচ্চ চাপ বলয় তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া আটকে গিয়েছে। যার জন্য বাংলায় এই মুহূর্তে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। যদিও সোমবার থেকে তা সামন্য কমবে। কলকাতায় ১৫ ডিগ্রিতে নামবে তাপমাত্রা। পাশাপাশি জেলা গুলিতেও তা সামান্য নিম্নমুখী হবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার তাপমাত্রা কমলেও বুধবার তা ফের বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বুধবার কলকাতা-সহ উপকূলের জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এছাড়াও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাল ও পরশু ভোরে দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে যাবে। মকর স্নানের সময় কাল গঙ্গাসাগর-সহ উপকূলে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকবে। আজ রবিবার, ঘন কুয়াশার দাপট আপাতত বজায় থাকবে। আজ, কলকাতায় সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রি সেলসিয়াস।