
৯৯ নিউজ বাংলা: ভোট দিলে তবেই রাস্তা করা হবে। শুক্রবার এমন কথাই শোনা গেল বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মুখে। শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁর চৌবেড়িয়া-২ পঞ্চায়েত এলাকায় ‘দিদির দূত’ হিসাবে গিয়েছিলেন বারাসতের সাংসদ। সেখানে রাস্তার দাবি জানান গ্রামবাসীরা। পঞ্চায়েতের সদস্য বিজেপি, এ কথা জানার সঙ্গে সঙ্গে কাকলি হাসতে হাসতে বলেন, ‘‘পরের বার আমাকে দিন (তৃণমূলকে ভোট দিন), তার পর হবে।’’ সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক বেধেছে। যদিও কাকলির সাফাই, ‘‘তিনি মজার ছলে এ কথা বলেছেন। রাস্তা হবে।’’ তবে এতে বিতর্ক থামেনি। কাকলিকে বিঁধে সরব হয়েছে বিজেপি।
শুক্রবার ন’হাটা কৃষ্ণ মন্দিরে পুজো দেন কাকলি। তার পর এক জায়গায় বসে এলাকার মহিলাদের সঙ্গে তিনি কথা বলছিলেন। সেই সময়ই এক মহিলা কাকলির কাছে গ্রামের রাস্তার দাবি জানান। রাস্তার দাবি শুনে কাকলি জানতে চান, এলাকায় পঞ্চায়েতের সদস্য কে? গ্রামের এক বাসিন্দা বলেন, ‘‘বিজেপির সদস্য।’’ এ কথা শুনেই হাসতে হাসতে সাংসদ বলেন, ‘‘যেমন বিজেপিকে (ভোট) দিয়েছেন, ও রকমই থাকবে।’’ এক বাসিন্দা বলেন, ‘‘রাস্তার কাজ ৯০ শতাংশ হয়েছে, এখনও ১০ শতাংশ বাকি।’’ যা শুনে কাকলির সহাস্য মন্তব্য, ‘‘পরের বার আমাকে দিক, তার পর করব।’’
সাংসদের এ কথা শুনে মেজাজ হারান সাবিত্রী দাস নামে মহিলা। কাকলির সামনে হাত উঁচিয়ে ওই মহিলা বলেন, ‘‘সবাই কি বিজেপি করেন নাকি! তৃণমূলও তো আছেন অনেকে। তা হলে আমরা পঞ্চায়েতে ভোট দেব না তৃণমূলে। তার পর দেখব কী করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূল!’’ ওই মহিলার এই ‘হুঙ্কার’ শুনে হাসতে হাসতে কাকলি বলেন, ‘‘তা হলে কিছুই পাবেন না। চাল পাবেন না। লক্ষ্মীর ভান্ডার পাবেন না। কন্যাশ্রী পাবেন না। স্বাস্থ্যসাথী পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কিছুই পাবেন না।’’ সাংসদের এ কথা শুনে ওই মহিলা পাল্টা বলেন, ‘‘তা হলে এই কথা বলে সব কিছুতে মাত!’’
কাকলির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কাকলিকে নিশানা করেছেন বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। বলেছেন, ‘‘সাংসদ বলেছেন বিজেপিকে ভোট দিয়েছে বলে রাস্তাঘাট হবে না। এক জন সাংসদ হয়ে এ কথা বলতে পারেন! পঞ্চায়েতে এ কথার জবাব দেবেন গ্রামের মানুষ।’’ যদিও তিনি মজা করতেই এই মন্তব্য করেন বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন কাকলি। তাঁর কথায়, ‘‘আমি মজা করছিলাম। সিরিয়াসলি তো বলিনি। রাস্তা হবে। সব লিখে নিয়েছি।’’ তবে ভোট না দিলে যে ‘উন্নয়ন’ হবে না, এই মন্তব্যে অনড় সাংসদ। কাকলির ব্যাখ্যা, ‘‘ও জায়গায় ৪০ বছর আমাদের কোনও সদস্য ছিলেন না। যাঁদের ভোট দিয়েছে, তাঁরা কিছু করেননি। তা হলে এটা তো প্রমাণিত। অন্য লোককে ভোট দিলে তাঁরা কাজ করতে পারেন না। তাই তাঁদের ভোট দেওয়া উচিত নয়।’’রাস্তার দাবি নিয়ে সাংসদের কাছে যিনি সরব হয়েছিলেন, সেই সাবিত্রী দাস পরে বলেন, ‘‘রাস্তার বিশেষ দরকার, এ কথা জানিয়েছি। উনি বলেছেন ভোট দিলে, আছেন। আমাদের ভোট দিতে হবে। ভোট দেব।’’