
কৌশিক বসু , দুর্গাপুর : বুধবার শহরে হঠাৎই বিখ্যাত টলি-দম্পতির আগমন ঘিরে শোরগোল। এদিন ভিরিঙ্গি কালীবাড়িতে সপরিবারে পুজো দিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচালক তথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এদিন তার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা টলিউডের অন্যতম নায়িকা শুভশ্রী, ছেলে ইউভান সহ শ্বসুর শাশুড়ি। শুভশ্রী জানান যে মায়ের মানত ছিল, মনস্কামনা পূর্ণ হতেই পুজো দিতে আসা। রাজ চক্রবর্তী বলেন যে তিনি এই প্রথম এখানে এলেন, এখানে পুজো দিলে মানুষের মনস্কামনা পূরণ হয়, তাই আগামী দিনেও আসার ইচ্ছে প্রকাশ করেন। বিখ্যাত দম্পতিকে দেখতে ভিড় জমান অনুরাগীরা। ছিল পুলিশি নিরাপত্তা।

তবে রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়কের। তিনি বলেন মন্দিরে দাঁড়িয়ে রাজনীতির কথা নয়। এর সাথে তিনি যোগ করেন যে আমরা ভগবান আর মন্দির নিয়ে রাজনীতি করি না। রাজনীতির কথা বলবো না বলেও তিনি যে নাম না করে বিজেপিকে খোঁচা দিলেন, সেটা বলাই বাহুল্য। অতীতেও এ রাজ্যের রাজনীতিতে বিজেপির ধর্মীয় মেরুকরণ নিয়ে অভিযোগে বারে বারে সরব হয়েছে শাসক দল তৃণমূল। সেই রেশ বজায় রেখেই বিধায়ক রাজ চক্রবর্তী ও একই পথে হাঁটলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূল বিধায়কের এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন যে বিজেপি মন্দির,ভগবান নিয়ে রাজনীতি করে না, বিজেপি ধর্ম পালন করে সমাজের কল্যানের জন্য,দেশের মঙ্গলের জন্য। বিজেপি বিধায়কের কটাক্ষ, “ধর্ম আছে বলেই মানুষ ন্যায়-অন্যায়ের বিচার করতে পারে, তৃণমূলের ধর্ম চলে গেছে তাই চুরি, দুর্নীতি, খুন ,জখম মারামারি করছে গোটা রাজ্য জুড়ে”।
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। যে নির্বাচনের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। তারই মধ্যে দুই যুযুধান দলের বিধায়কের পরষ্পর খোঁচা নি:সন্দেহে মাত্রা যোগ করল বৈকি।