
কৌশিক বসু,দুর্গাপুর : শনিবার সকালে কাঁকসার পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুরে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন বিদ্যুৎ দপ্তরের টেবিল উল্টে দেয় তৃণমূল নেতা।ব এই নিয়ে সরগরম ছিল কাঁকসা সহ দুর্গাপুরের রাজনৈতিক মহল। অবশেষে আসল ঘটনা প্রকাশ্যে এলো গোপালপুর বিদ্যুৎ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে। যে দুই ব্যক্তি, অজিত বাগদী ও সুকুমার বাগদির ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগের সরব হয়েছিল বিদ বিহার পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর , তারা দুজন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য নির্দিষ্ট টাকাই জমা করেনি গোপালপুরের বিদ্যুৎ দপ্তরে।

গত ১৮ই নভেম্বর ২০২২ বিদবিহারে আয়োজিত দুয়ারে সরকারে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জানান অজিত বাগদী ও সুকুমার বাগদি। ১৩ই ডিসেম্বর ২০২২ এ সেই আবেদন মঞ্জুর করে বিদ্যুৎ দপ্তর এবং নির্দিষ্ট মোবাইল নম্বরে সেই মেসেজ ও পাঠিয়ে দেওয়া হয়। ইস্যু নম্বর ২৭০৯ ও ২৭১০, বিদ্যুৎ সংযোগের নতিচে জারি করে দেয় গোপালপুর বিদ্যুৎ দপ্তর। কোটেশন ফি বাবদ ৭৬২ টাকা জমা করার শেষ দিন ধার্য হয়েছিল ১৩ ই মার্চ ২০২৩। কিন্তু এই তারিখের মধ্যে উল্লেখিত কোটেশন ফি জমা না পড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এদিনের ঘটনার পর সেই তথ্য সামনে আনে বিদ্যুৎ দপ্তর।

বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। তিনি বলেন তৃণমূলের দাদাগিরি আর তোলাবাজি দুটোই সমার্থক।

কাঁকসা ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন যে অজিত বাগদী ও সুকুমার বাগদী ভুল তথ্য দিয়েছিল পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর ও অঞ্চল সভাপতি কাজল শেখ কে। মৌখিক কথা শুনেই এই দুই নেতা এই কাণ্ড ঘটিয়েছেন এবং পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাছে গিয়ে ক্ষমাও চেয়েছেন দুই তৃণমূল নেতা।