
৯৯ বাংলা নিউজ , বাঁকুড়া : ইন্দপুরের পর ওন্দা পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে। এবার দলের প্রাক্তন বাঁকুড়া জেলা সভাপতি ও ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-র বিরদ্ধে পথে নামলেন ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের নেতা, কর্মী, সমর্থকদের একাংশ। মঙ্গলবার সকালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ‘ওন্দা ব্লকে তৃণমূল কংগ্রেস সংগঠন ভাঙ্গার চক্রান্তকারী অরুপ খাঁ’ প্ল্যাকার্ড নিয়ে ওন্দার জাতীয় সড়ক-৬০ ধরে তারা মিছিল করেন। সঙ্গে সকলের মুখে ‘ ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান তো ছিলই।
ওন্দা ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি উত্তম বীট অরুপ খাঁ গোষ্ঠীর লোক হিসেবেই পরিচিত। অন্যদিকে ওই ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অশোক চট্টোপাধ্যায় গোষ্ঠীর অভিযোগ, অরুপ খাঁ এই দলীয় সংগঠনকে ভাঙ্গার চেষ্টা করছেন। এমনকি ৩০ লক্ষ টাকার বিনিময়ে উত্তম বীট ব্লক সভাপতির পদ পেয়েছেন বলেও তাঁরা দাবি করেন।
ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোকবাবুর অভিযোগ, ত্রিস্তরীয় পঞ্চায়েতে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা চলছে। আর ওই কাজে বর্তমান ব্লক তৃণমূল সভাপতি ও প্রাক্তন জেলা সভাপতি যুক্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে অরুপ খাঁকে সরানোর দাবি জানান তিনি।
গোষ্ঠীকোন্দ্বল প্রকাশ্যে আসার পরেই শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন , ১১ বছর পর তৃণমূল কংগ্রেসের একাংশ অরূপ খাঁর বিরুদ্ধে সরব হয়েছেন এটা আরো আগে দরকার ছিল।তিনি আরও বলেন অরূপ খাঁ হটাও ওন্দা বাঁচাও।
বিক্ষোভ মিছাল ও বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে অরূপ খাঁয়ের পালটা দাব, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা ২০১১ সাল থেকে ১৬ সাল পর্যন্ত নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি । ২০১৯ এ তারা বিজেপি করেছিল আবার ২০২১ সালে তৃণমূলের জামা পরে বিজেপি করেছিল তারাই এসব করছে ।আশাকরি দল যথাযথ ব্যবস্থা নেবে।