
বিশ্বজিৎ সাহা,মালদহ: আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মালদহের হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়ার বাসিন্দা ঐ তিন শ্রমিক।এলাকা ও পরিবার সূত্রে জানা যায় তারা ৩১ তারিখ বাড়ি ফিরবে বলে পরিবারকে জানিয়েছিল ।পরিবারের লোকেরা অধীর আগ্রহে তাদের বাড়ি ফেরার অপেক্ষা করছিল। কিন্তু ওই তিনজন শ্রমিক বাড়ি ফিরল ঠিকই কিন্তু কফিনবন্দি হয়ে। শনিবার রাতেই তিনজনের কফিনবন্দি দেহ ফেরে গ্রামের বাড়িতে। ঘটনায় শোরগোল পড়ে যায় ওই এলাকায়। জানা গেছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে কাজ করতে গিয়ে মৃত্যু হয় ওই ৩জন পরিযায়ী শ্রমিকের। গত নভেম্বর মাসে মিজোরামের আইজোল জেলায় শ্রমিকের কাজ করতে যায় ওই তিনজন। কিন্তু গত ২৬ জানুয়ারি মিজোরামে গার্ডওয়ালের কাজ করার সময় ধ্বস নামে। মাটির তলায় চাপা পড়ে যান তারা। মৃত্যু হয় তাদের। মৃতদের মধ্যে রয়েছেন প্রেম কুমার মন্ডল (২৮), রতন মন্ডল( ২৬) , এবং অলক মন্ডল(৩১) তিনজনের বাড়ি হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়া এলাকায়। রাতে গ্রামের বাড়িতে কফিনবনধী দেহ ফিরতেই কান্নায় ভেঙে পরিবারে লোকেরা। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ।