
৯৯ বাংলা নিউজ বাঁকুড়া : বাঁকুড়াতে শুরু প্রারম্ভ হলো তিনদিনব্যাপী এই আয়ুষ মেলা। এই মেলায় নেই জিলিপি বা কাপড়ের দোকান কিংবা কচিকাঁচাদের মনোগ্রাহী খেলনার দোকান। তাহলে কী এই আয়ুষ মেলা? আয়ুষ হল বিভিন্ন বিকল্প চিকিৎসার সংক্ষিপ্ত রূপ যা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত, স্বাস্থ্য বীমা নীতির আওতায় রয়েছে।
এই মেলা প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী গাছ যেমন তুলসী, অর্জুন, তেজপাতা ও আরও বিভিন্ন রকম উপকারী গাছ। যা মানুষের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এই চিকিৎসাগুলি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রাকৃতিক ভেষজ পদার্থের উপর নির্ভর করে।
জেলার তিনটি আয়ুষ মেলার মধ্যে এক প্রথম পর্যায়ের আয়ুষ মেলা শুরু হল পাত্রসায়েরের সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস প্রাঙ্গনে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার আয়ুষ শাখা ও পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক অধিকর্তার ডাক্তার আশীষ ঘোষ, জেলা আয়ুষ অফিসার ডক্টর অরুণ সরকার সহ পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং ও ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সৈকত বেরা। এছাড়াও ছিলেন পত্রসায়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য আধিকারিকগণ।
বস্তুত, তিনদিনের এই মেলায় থাকবে, আলোচনা, বিতর্ক সভা, বাউল গান,সাঁওতালি নৃত্য, পুতুল নাচ ইত্যাদি। মূল আকর্ষণ থাকছে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিবির ও ঔষধি চারা গাছে বিতরণী অনুষ্ঠান। মানুষ এই মেলাতে এসে কোন গাছ কতটা উপকৃত তা জানতে পারছে। এই আয়ুষ মেলা মানুষকে আরও একটু হোমিওপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার উপরে এগিয়ে নিয়ে যাচ্ছে।