
সৈয়দ মফিজুল হোদা , বাঁকুড়া : বেসরকারি রাইস মিলের পাশে একটি ঝোপ থেকে এক গৃহ শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য।
যখন সবাই মেতে রয়েছেন মকর সংক্রান্তি উৎসবে তখন একটি ঝোপ থেকে এক গৃহ শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার খুনডাঙ্গা এলাকায় । মৃত ওই গৃহশিক্ষকের নাম অঞ্জন রায় । বয়স আনুমানিক ২৫ বছর । বাড়ি তালডাংরা এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালডাংরার বাসিন্দা অঞ্জন রায় কোতুলপুরে কর্মসূত্রে ভাড়া বাড়িতে থাকতেন এবং গৃহ শিক্ষকের কাজ করতেন । সোমবার খুনডাঙ্গা এলাকায় একটি বেসরকারি রাইস মিলের পাশে ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে কোতুলপুর থানার পুলিশ । তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশ মৃত উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন । তবে ঠিক কিভাবে ওই গৃহ শিক্ষকের মৃত্যু হল খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ ।