
৯৯নিউজ,পুরুলিয়া এই প্রথম ঝালদা পৌরসভায় শপথ নিলেন মহিলা পৌর প্রধান।পৌরপ্রধান হলেন নির্দল থেকে নির্বাচিত শিলা চ্যাটার্জী। ১৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশে নিলেন শপথ। ঝালদা পৌরসভা দখল করল কংগ্রেস। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কংগ্রেস করল বোর্ড গঠন। প্রসঙ্গত উল্লেখ্য গত অক্টোবর মাসে তৃণমূল পৌর বোর্ডের বিরুদ্ধে কংগ্রেস ডাক দেয় অনাস্থার। চলতে থাকে দুই দলের আইনি লড়াই। গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রায় দিয়ে বলেন ১৬ জানুয়ারি করতে হবে পৌর প্রধান নির্বাচন নজরদারি করবেন জেলাশাসক। সমস্ত প্রক্রিয়ার করতে হবে ভিডিওগ্রাফি। কোটের নির্দেশ মত প্রক্রিয়া সম্পূর্ণ করে ভিডিওগ্রাফি জমা দেওয়া হয় হাইকোর্টে । সেই ভিডিওগ্রাফি দেখার পর হাইকোর্ট রায় দেন সংখ্যা গরিষ্ঠ কংগ্রেস পৌর প্রধান হিসেবে যাকে নির্বাচন করেছেন সেই শীলা চ্যাটার্জীকে দিতে হবে শপথ পাঠ। সেই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিকাল ৪টায় ঝালদার মহকুমা শাসক রিতম ঝাঁ শীলা চ্যাটার্জীকে শপথ পাঠ করান। পৌর প্রধান হলেন তিন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জী।
যদিও গতকালই চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিদায়ী পৌরপ্রধান সুরেশ সাগরওয়াল চেয়ারম্যান নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের জানান। চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া অবৈধভাবে হয়েছে। একই সাথে সমস্ত কাউন্সিলরদের ব্যালট পেপার দেওয়া হল কেন?এটা বেআইনি। তিনি বলেন বিষয়টি জেলা শাসক কে জানানো হয়েছে পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টিও তিনি পরিষ্কার করে দেন। এরপরেই মঙ্গলবার আদালত শীলা চ্যাটার্জীকে চেয়ারম্যানে পদে শপথ নেওয়ার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার চেয়ারম্যান পথে শপথ নিয়ে কুরসিতে বসে যান শীলা চ্যাটার্জী। সবমিলিয়ে দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে নির্দল কংগ্রেসের দখলে এলো ঝালদা পৌরসভা। প্রথম মহিলা পৌর প্রধান পেল ঝালদা। শহরবাসীর প্রত্যাশা, এবার হয়তো তাদের দাবি দাওয়া পূরণ হবে। হয়তো এবার দীর্ঘস্থায়ী হবে ১২ ওয়ার্ডের ছোট্ট শহরের ঝালদা পৌরসভা।