
বিশ্বজিৎ সাহা, রতুয়া: শনিবার সকালে রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাতপরিচয় এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুখুরিয়া থানার শ্রীপুর এলাকায়৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করেছে রেল পুলিশ৷ যদিও এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজখবর শুরু করেছে পুলিশ৷ স্থানীয়দের চলন্ত ট্রেন থেকে কোনওভাবে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ যদিও মৃতদেহের পোশাক থেকে কোনও ট্রেনের টিকিট পাওয়া যায়নি বলেই রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে৷
এদিন সকালে স্কুল যাওয়ার পথে শ্রীপুর সংলগ্ন এলাকায় কয়েকজন পড়ুয়ার চোখেই প্রথমে মৃতদেহটি নজরে আসে৷ পড়ুয়ারা গ্রামে গিয়ে গোটা ঘটনা জানালে গ্রামবাসীরা ঘটনাস্থলে যান৷ ঘটনার খবর দেওয়া হয় রেল পুলিশে৷ রেল পুলিশের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয় ঘটনার তদন্ত শুরু করেছে।