
৯৯ বাংলা,নিউজ ডেস্ক:পঞ্চায়েত নির্বাচনের আগে
আবাস যোজনা নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। একাধিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আবাস দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে জেরবার রাজ্যের শাসক দলের নেতারা। অন্যদিকে, হকের টাকা এবং বাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ ঘোষণা বিজেপির তারকা নেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর তার বক্তব্যেই উঠেছে জোর জল্পনা।
এদিন দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে সভার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, যদি না মরে যাই, যাদের কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই হবে। এর জন্য কাউকে বিজেপি করতে হবে না। কোনও নেতার ঘনিষ্ঠ হতে হবে না। সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি।
তবে কি এটাই পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির মাস্টার স্ট্রোক এমনটাই মনে করছে শাসক শিবির।
একইসঙ্গে নাগরিকত্ব সংশোধিত আইন নিয়েও মন্তব্য করতে শোনা যায় মিঠুনকে। তাঁর অভিযোগ, সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে রাজ্যের শাসক দল। সঠিক আসল ভোটার ও আধার কার্ড থাকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। তাঁদের নাগরিকত্বের বিষয় নিয়ে কোনও চিন্তা নেই। অর্থাৎ, গত কয়েক বছর ধরে নাগরিকত্ব ইস্যু নিয়ে দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলায় যে চাপানুতোর শুরু হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
বঙ্গ বিজেপি তে ক্রমশ গুরুত্ব বাড়ছে তারকানেতা মিঠুন চক্রবর্তীর। আজকে প্রকাশ্য সভায় এ ধরনের মন্তব্য বঙ্গ বিজেপিতে যে পাকাপাকি জায়গা হতে চলেছে অভিনেতার তা আর বলার বাকি রাখে না।