
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : ২ মাসের একরত্তিকে দুধ খাইয়ে টেটের পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন মা। ব্যক্তি ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা কঠিন হলেও অসম্ভব নয় তা প্রমাণ করলেন টেট পরীক্ষার্থী রিঙ্কু চৌধুরী।
বিয়ে হয়েছে, আছে দুমাস বয়সের দুধের শিশুও। কিন্তু তারপরেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আশা ছাড়েননি রিঙ্কু। তাই জীবনের বড় পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম চাকরির পরীক্ষা টেট দিতে এদিন আসানসোলের মুর্গাশোল থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ছুটে এসেছিলেন রিঙ্কু, সঙ্গে ছিলেন তার স্বামী ওমপ্রকাশ ভগৎ। দুমাস আগেই মা হয়েছেন রিঙ্কু। তাই বাচ্চাকেও বাড়িতে ফেলে আসতে পারেননি তিনি।
রবিবার দুপুর ১২টা থেকে ২:৩০টা পর্যন্ত পরীক্ষা ছিল। তাই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিজের দু মাসের শিশু কন্যাকে দুধ খাইয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন রিঙ্কু চৌধুরী।
আর ততক্ষণ হাসি মুখে বাচ্চা সামলালেন বাবা ওমপ্রকাশ ভগৎ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পরীক্ষার দাবি জানালেন রিঙ্কুর স্বামী।
জীবনের প্রতিটি ক্ষেত্রে; সে ব্যক্তিগত জীবন হোক বা ওয়ার্ক-লাইফ, ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। চাপ ও প্রতিকূলতাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর নিজের অবিচল বিশ্বাস নিয়ে সামনের দিকে পথ চলতে পারা রিঙ্কুরাই জীবনে সফল হয়। রিঙ্কুদের প্রতিষ্ঠিত হয়ে সামাজিক সম্মান পাওয়ার পথকে প্রশস্ত করে ওমপ্রকাশরা।