
৯৯ বাংলা ডেস্ক : বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ এবার সরাসরি পা রাখলেন থানাতে অভিযোগ দায় করলেন বিধায়ক খোকন দাসের মদতে। সেখানে নিরাপত্তার অভাবের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, কলেজে শিক্ষক ছাত্রদের একাংশ এবং বহিরাগতরা মিলে অন্য শিক্ষকদের ঢুকতে বাধা দিচ্ছে। তাই নিরাপত্তার অভাব বোধ করে তিনি থানায় গিয়েছেন।
মঙ্গলবার বর্ধমান রাজ কলেজে গভর্নিং বডির বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ না দিয়ে বর্ধমান থানায় যান অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। সেখানে তিনি অভিযোগ করেন, ইন্টার্নাল জিবি মেম্বার সহ বেশ কিছু শিক্ষককে কলেজের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। কিছু বহিরাগত এবং কিছু ছাত্র মিলে এই কাজ করেছে। তাদের কলেজের ভিতর থেকে সাহায্য করছে সনৎ মানি, বিজয় চাঁদ এবং নিরুপমা গোস্বামী নামে কয়েকজন শিক্ষক শিক্ষকারা। তবে অধ্যক্ষ যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁরা সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
অধ্যক্ষের আরও অভিযোগ, ‘জিবি-র মেম্বারদের কাউকে বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। একজন জিবি মেম্বারকে ফোন করে হুমকি দিয়ে কলেজে যেতে নিষেধ করা হয়। আমি ওখানে পৌঁছাবার আগেই এই ঘটনা ঘটছে। তার ফলে আমি সেখানে উপস্থিত হতে পারিনি।’