
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বছর শুরুর প্রথম দিনেই জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের গুলির বর্ষণে মৃত ছয়। যাদের মধ্যে এক শিশু ও আছে। সন্ত্রাসের অবাধ গুলিতে আহত হয়েছেন একাধিক। ওই ঘটনার সূত্রে বিরোধীরা বিজেপি সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছে। পিপলস ডেমোক্রেটিক পার্টি মেহবুবা মুফতি রাজৌরির সন্ত্রাসী হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। প্রাণঘাতী ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ “কাশ্মীরে নিরীহ মানুষ নিহত হলে লাভবান হয় গেরুয়া শিবির।”
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ বরাবরই কেন্দ্র সরকাররে মাথাব্যথার কারণ। সেটাই নতুন বছরে জঙ্গি হানার পর আরও বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র জঙ্গিদের গুলিতে চার সাধারণ মানুষ এবং পরের দিনের বিস্ফোরণে দু জনের মৃত্যুর পরেই বিজেপিকে নিশানা করেন মেহবুবা মুফতি।
সংবাদ মাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেছেন, “বিজেপি উপকৃত হয় যখন কাশ্মীরে নিরাপরাধ লোকদের হত্যা করা হয় কারণ তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রচার চালায় এবং কাশ্মীরিদের দানব করে। কেন এই ঘটনা ঘটল সেই প্রশ্নের কোনও জবাব নেই? ” এর পরেই তিনি ভারতীয় সেনাবাহিনীকেও নিশানা করে বলেন, “রাজৌরির লোকেরা অভিযোগ করেছে যে সেনাবাহিনী ঘটনার জন্য দায়ী।”
জানা গিয়েছে, গুলি চালানোর পরেই সোমবারেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ডাংরি গ্রামে একটি বিস্ফোরণে দুই শিশু নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। রবিবার সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির বাড়ির কাছে বিস্ফোরণটি ঘটে। তারপর থেকেই জঙ্গি হামলার বিরুদ্ধে রাজৌরিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে কারণ জনগণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।