
৯৯ বাংলা নিউজ ডেস্ক : নোট বন্দির সময় কাঁথির তিনটি সমবায় ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা বদল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের বলরামপুরে চাটাইয়ের সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সুপ্রকাশ গিরির৷ যুবনেতার এই বক্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
সুপ্রকাশের দাবি, ‘‘নোট বন্দির সময়ের তিনটি সমবায় ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা পরিবর্তন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সে সময় একাধিক ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন৷ সেই পদকে কাজে লাগিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই টাকা বদল করেছেন৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘সঠিক তদন্ত হলেই আমার অভিযোগের সত্যতা সামনে আসবে৷’’ এই বিষয়ে শুভেন্দু বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও প্রতিক্রিয়া সামনে না এলেও বিষয়টি ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে৷
বুধবার বিকেলে নন্দীগ্রাম ২ ব্লকের বলরামপুরে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল৷ সেখান থেকেই এই বিস্ফোরক অভিযোগ সামনে আনেন সুপ্রকাশ। অভিযোগ করেছেন, ‘‘নন্দীগ্রামকে ব্যবহার করে নিজের কেরিয়ার তৈরি করেছেন শুভেন্দু। ধীরে ধীরে সেটা নন্দীগ্রামের মানুষ বুঝতে পারছেন৷’’ শুভেন্দুকে লোডশেডিং বিধায়ক বলেও কটাক্ষ করেন তিনি৷ বস্তুত, ক’দিন আগে নোটবন্দির প্রসঙ্গ টেনে নাম না করে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শুভেন্দু৷ ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর৷ তারপরই সুর চড়িয়েছেন সুপ্রকাশ৷