
৯৯ নিউজ বাংলা ডিজিটাল ডেস্ক ,দুর্গাপুর : রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বৃহষ্পতিবার দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আঞ্চলিক কার্যালয়ের সামনে এস ইউ সি আই সি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। মূল্য বৃদ্ধির সার্কুলার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় দলীয় সদস্যরা। এস ইউ সি আই সি র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু বলেন “কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র দেশের মালিক শ্রেনীকে তোয়াজ করছে, আর সাধারণ মানুষকে ভাঁওতা দিচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধি,রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সারা দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির অপর সদস্য সোমনাথ বন্দ্যোপাধ্যায়।