রাজ্যপালের দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার দেখা করতে যাচ্ছেন বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর আজ দুপুরে রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎপর্ব রয়েছে বলে সুত্রের খবর। রাজ্যপাল নিজেই দুই নেতাকে ডেকে পাঠিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। তবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে কোন কোন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন, তার লম্বা তালিকা প্রস্তুতকরে ফেলেছেন বঙ্গ বিজেপির এই দুই হেভিওয়েট এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার বালুরঘাটে একসঙ্গে সভা করেছেন দুই নেতা। এ বার রাজভবনেও শুভেন্দুর সুকান্ত জুটি।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। একাধিক কেলেঙ্কারি উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানী। প্রতিটি সভা থেকেশুভেন্দু-সুকান্তরা রাজ্যের শাসকদলকে বিভিন্ন ইস্যুতে নিশানা করছেন। মূলত আবাস,এসএসসি ও আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে শুভেন্দু-সুকান্ত আলোচনা হতে পারে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার ক্ষোভ উঠে এসেছে বিরোধী দল নেতার মুখে।এবার রাজ্যপালের কাছে দরবার করতে পারেন দুই বিজেপি নেতা।
বাংলায় হিংসা ক্রমশ বাড়ছে। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরই দুবার ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তা ছাড়া, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোচবিহার থেকে বীরভূম, মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, বিস্ফোরণে আহত এবং নিহতের খবর মিলেছে। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম হয়েছে একাধিক শিশু। আইনশৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে জায়গায় জায়গায় এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানাতে পারেন শুভেন্দু-সুকান্ত। আজকের সাক্ষাৎকার প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলাম আমরা। পেয়েছি। রাজ্যপালকে রাজ্যের সমস্ত চিত্র তুলে ধরবো ।’’ তবে নির্দিষ্ট কোন কোন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে তাঁরা কথা বলবেন, তা এখনও স্পষ্ট করেননি।