
কৌশিক বসু,দুর্গাপুর : দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে লড়াই চালাচ্ছে সরকারী কর্মীদের একাংশ। আগামী ১০ই মার্চ তিনদফা দাবী নিয়ে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারী কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। দাবিগুলি হল অবিলম্বে বকেয়া মহার্ঘ্যভাতা মেটাতে হবে , রাজ্যের সমস্ত শুন্য পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন করতে হবে । মূলত এই তিনটি দাবীকে সামনে রেখেই শুক্রবারের ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে বৃহষ্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয়। দুটি ভাগে মিছিলটি শুরু হয় , প্রথম ভাগটি গান্ধী মোড় থেকে শুরু হয় , দ্বিতীয়টি এডিডিএ ভবনের সামনে থেকে শুরু হয়। নগর নিগমের সামনে দুটি মিছিল একত্রিত হয়ে এগিয়ে যায়। নিজেদের বঞ্চিত সরকারী কর্মচারী দাবি করে মঞ্চের পক্ষে বুদ্ধদেব মন্ডল বলেন যে ১০ই মার্চ দলমত নির্বিশেষে রাজ্য সরকারী কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হবে বলে তিনি আশা রাখেন। স্কুল কলেজ , সরকারী দপ্ত সব বন্ধ থাকবে শুক্রবার , দাবি সংগ্রামী যৌথ মঞ্চের।

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দুর্গাপুর শাখার সম্পাদক বিশ্বজিত পোদ্দার জানান যারা আমাদের ধর্মঘট সমর্থন করছে না,তারও মহার্ঘ্যভাতা প্রয়োজন।তারও বাড়ীর ছেলেমেয়েদের চাকরি প্রয়োজন,সে কারনেই শুন্যপদ পূরনের দাবিও এই ধর্মঘটের অন্যতম ইস্যু। তাঁর দাবি,যে যে ইস্যুতে এই ধর্মঘট,সেই প্রয়োজন প্রত্যেকটি রাজ্য সরকারী কর্মচারীর।ফলে শুক্রবারের ধর্মঘট সর্বাত্মক হবে বলে দাবি বিশ্বজিত বাবুর।