
৯৯ বাংলা নিউজ ডেস্ক : আগে ২০১৬ সালে ভারতের মাটিতে শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি জয় এসেছিল পুনেতে। তারপর ১১ ম্যাচে হার। পুনেতেই জয়ের রাস্তায় ফিরল শ্রীলঙ্কা। ১৬ রানের জয়ে সিরিজে সমতাও ফেরালেন দাসুন শনাকার। এই ম্যাচ হারের জন্য অনেকাংশেই দায়ী অর্শদীপ সিং। নিজের প্রথম ওভারে টানা তিনটি নো বল করেছেন তিনি। এরপর আরও দুটি। অর্থাৎ সব মিলিয়ে মোট ৫টি নো বল। পাশাপাশি ২ ওভারে ৩৭ রান খরচ করেছেন তিনি।
এ মুহূর্তে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কার্যত চক্ষুশূল অর্শদীপ। একটি টি-টোয়েন্টি ম্যাচে ৫টি নো বল একটি রেকর্ড। যা এখন ভারতীয় পেসারের নামে। এই অবস্থায় দীনেশ কার্তিক একটি টুইট করেছেন অর্শদীপকে নিয়ে। যা ভাইরাল হয়েছে। সঠিক অনুশীলন পান না তরুণ পেসার। অনুশীলনের অভাবেই এই হাল তাঁর। কার্যত এ কথাই বলেছেন ডিকে।
ডিকে আরো লেখেন, ” আপনি অর্শদীপের জন্য ফিল করেছেন। এটি ম্যাচ প্র্যাকটিসের অভাব ছাড়া কিছুই নয়। এটি কখনওই সহজ হয় না।” মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই টুইটটি। বলাই বাহুল্য, আসলে অর্শদীপের থেকে মুখ ফিরিয়ে নেননি কার্তিক। বরং তরুণ তুর্কির পাশেই দাঁড়িয়েছেন তিনি।
প্রসঙ্গত, ব্য়াটিংয়ে নেমেই অস্বস্তিতে পড়েছিল ভারত। মাত্র ২১ রানেই প্রথম তিন ব্যাটার প্য়াভিলিয়নে। অস্বস্তি বাড়ল ৫৭ রানের মধ্যেই ৫ উইকেট পড়তে। এরপরই অভাবনীয় ব্য়াটিং অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদব জুটির। খাদের কিনারা থেকে ভারতীয় দলকে জয়ের স্বপ্ন দেখায় এই জুটি। মাত্র ৪০ বলে ৯১ রান যোগ করে তারা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন অক্ষর। সূর্য কুমারও ঝোড়ো অর্ধশতরান করেন। সূর্যর আউটে এই জুটি ভাঙতেই ফের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে ভারতের। অক্ষরে সঙ্গে ক্রিজে যোগ দেন শিবম মাভি। গত ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিলেন। তাঁর ব্যাটের হাতও যে ভরসা করার মতো, পুনেতে সেটাও দেখালেন। শেষ ওভারে অক্ষর প্য়াটেল আউট হতেই ভারতের আশা শেষ। তবে অক্ষরের ৩১ বলে ৬৫ রানের ইনিংস দীর্ঘ সময় মনে রাখবে বিশ্ব ক্রিকেট। শিবম মাভি ১৫ বলে ২৬ রান করেন।