

৯৯ ডিজিটাল ডেস্ক : ” আমার ভক্তরা বা ভোটাররা আমায় মনে রেখেছে এর চেয়ে আর বড় কিছু হতে পারেনা, যে যা বলছে বলুক, ছোটোখাটো কথাতে কান দিই না আমি, থানায় জিগ্যেস করে নিক ,সেই তথ্য আছে আমি কতদিন আসানসোলে ছিলাম “, প্রায় এক নি:শ্বাসে কথাগুলো বলে দম নিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। শনিবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে তার নিখোঁজ সংক্রান্ত পোস্টার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্য করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। আসানসোলের সাংসদ বলেন, এই আজ এলাম, আমার অনেক কর্মসূচি আছে ,থাকবো আমার সাংসদ এলাকায়,কথা বলবো ভোটারদের সাথে, সুতরাং ছোটোখাটো বিষয়ে

প্রতিক্রিয়া দেওয়া ঠিক নয়, যে যা বলছে বলুক। উল্লেখ্য শুক্রবারই কুলটি এলাকায় আসানসোলের সাংসদ “বিহারি বাবু”র নামে নিখোঁজ পোস্টার পড়ায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।ছটপুজোয় তার অনুপস্থিতি নিয়ে সেই পোস্টারে কটাক্ষ করা হয়েছিল। মাত্র ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সেই বিতর্কে জল ঢেলে নিজের সংসদীয় এলাকায় পৌঁছে গেলেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে এদিন দুর্গাপুরে বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতাতে যোগ দিয়ে “বিহারি বাবু” প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন ,বিহারিবাবুকে সামনের নির্বাচনে অবসর নেওয়া করাবে বিজেপি। বারবার নিখোঁজের ডাযেরি হবে আবার তাকে খুঁজে পাওয়া যাবে ,মন্তব্য সুকান্ত মজুমদারের।