
কৌশিক বসু,দুর্গাপুর : গত ১০ই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ ,অস্থায়ীদের স্থায়ীকরণ, শূন্য পদে নিয়োগ ইত্যাদি দাবি নিয়ে ধর্মঘটে শামিল হয়েছিলেন রাজ্য সরকারের কর্মচারীরা। শিক্ষক রাও ব্যতিক্রম নন, সেদিন রাজ্য তথা দুর্গাপুরের বহু স্কুলে শিক্ষকের অনুপস্থিতির সংখ্যা কপালে ভাঁজ ফেলেছিল শাসকের। সম্প্রতি নবান্ন থেকে সেদিনের ধর্মঘটে শামিল সরকারি কর্মী ও শিক্ষকদের শোকজ এর নোটিশ পাঠানো হয়েছে। সেই শোকজের জবাব দিতে মঙ্গলবার দুর্গাপুরের অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ে জড়ো হয়েছিলেন শিক্ষকেরা। শিক্ষকেরা বলেন, এই শোকজে তারা কেউই ভীত নন বরং অনেক বেশি উৎফুল্লিত। রীতিমতো মিষ্টিমুখ করে শোকজের জবাব দিতে এসেছেন , জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে থাকা শিক্ষক রাজীব দত্ত জানান যে শুধু শোকজেই ক্ষান্ত হয়নি রাজ্য সরকার, বেশ কিছু জনকে বদলি করা হয়েছে। তবে এতে যে তারা দমে যাওয়ার পাত্র নন সেকথা স্পষ্টভাবে জানিয়ে দেন রাজীব বাবু।
কসবা রাধারানী বিদ্যামন্দির হাই স্কুলের শিক্ষক তরুণ কান্তি জোতদার বলেন যে এই শোকজ না এলে তারা দুঃখ পেতেন, উৎসবের মেজাজে শোকজ এর জবাব তারা দিয়েছেন, এরপর যেটা হবে তা আইনের মাধ্যমেই লড়াই করে বুঝে নেবেন বলে জানালেন এই শিক্ষক।