
৯৯ বাংলা ডেস্ক : বুধবার দুপুরে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে রাজ্য পুলিশের এস টি এফ এর হাতে ধরা পড়লো বিপুল পরিমাণে মাদক তৈরির কাঁচামাল।সূত্র মারফত খবর পেয়ে আগে থেকেই সাদা পোশাকে টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকে এস টি এফ এর আধিকারিকরা।
টোল প্লাজা পার করার সময় একটি লরি আটক করে রাজ্য এসটিএফ আধিকারিকরা। তল্লাশি চালিয়ে লরি থেকে প্রচুর পরিমাণে ডাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার হয়।গ্রেফতার করা হয় চারজনকে।তাদের মধ্যে দুজন নদীয়া জেলার পলাশী এলাকার বাসিন্দা। বাকি দুজন লরি চালক ও খালাসী।
সূত্রের খবর, পলাশীর বাসিন্দা দুই যুবক মূলত রিসিভার। তারা বাঁশকোপা থেকে কাঁচামাল ভর্তি লরি নিয়ে পলাশী যাবার উদ্দেশ্য ছিল।সেই সময় আধিকারিকদের হাতে ধরা পড়ে যায় তারা। জানা গেছে, উত্তর প্রদেশ থেকে আসছিল এই কাঁচামাল। দুই ব্যারেল কেমিক্যাল সহ চার বস্তা কাঁচামাল উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি টাকারও বেশি বলে অনুমান পুলিশের।