
৯৯ বাংলা নিউজ ডেস্ক: রাত পোহালেই রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সেট (SET) পরীক্ষা। প্রাথমিক টেটের পর এবার কড়া হাতেই স্বচ্ছতার সাথে সেট পরীক্ষা নেওয়ায় বড় চ্যালেঞ্জ এখন রাজ্য সরকারের কাছে। অবাধ ও সুষ্ঠু পরীক্ষা পরিচালনার জন্য কলেজ সার্ভিস কমিশন একাধিক পদক্ষেপ নিতে চলেছে। এবারে প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি বলেই কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে।
গতবার বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র বাংলায় হলেও এবার সেই সংখ্যাটাও বেড়েছে। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, সেট পরীক্ষার ১৬ থেকে ১৭ টি বিষয়ে প্রশ্নপত্র বাংলায় করছে কলেজ সার্ভিস কমিশন। মূলত হিউম্যানিটিস ও সোশ্যাল সাইন্সের প্রশ্নপত্রগুলি বাংলায় এবার করছে কলেজ সার্ভিস কমিশন। বাংলায় প্রশ্নপত্র হওয়ার কারণে পরীক্ষার আগ্রহ বাড়ছে ছাত্র-ছাত্রীদের এমনটাই মনে করছেন কলেজ সার্ভিস কমিশন। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিষয়গুলিতে ইংরেজির পাশাপাশি বাংলাতেও প্রশ্নপত্র থাকবে। মোট ৩৩ টি বিষয় সেট পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন।
রাজ্যজুড়ে মোট ১১০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। মূলত, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকেই পরীক্ষাকেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। কমিশনের তরফে দু’জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।পরীক্ষার প্রস্তুতিতে মোট ২২০ জনকে নিয়োগ করা হয়েছে। অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদেরও এই কাজে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা হবেন এগ্জিকিউটিভ অফিসার।
এই পরীক্ষায় দু’টি পেপার থাকবে। প্রথম পেপারের ১০০ নম্বরের পরীক্ষাটি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা এবং দ্বিতীয় পেপারের ২০০ নম্বরের পরীক্ষাটি দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত চলবে।