
৯৯ ডিজিটাল ডেস্ক, পুরুলিয়া : ঝালদা পৌরসভাকে নিজেদের দখলে রাখতে, দল ত্যাগী কাউন্সিলর শিলা চ্যাটার্জীর পদ খারিজ নিয়ে তোড়জোড় তৃণমূলের।
তাঁর বাড়িতে কখনও শ্রম দফতরের আধিকারিকদের হানা, আবার কখনও তাঁর স্বামীর কারখানায় দুর্নীতিদমন শাখার আচমকা হানা। বর্তমান পরিস্থিতিতে শিলা চ্যাটার্জীর উপর শাসক শিবিরের যে যথেষ্ট চাপ রয়েছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
আর এবার ঝালদার পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা বানচাল করতে শাসকদলের নয়া কৌশল। শিলা চ্যাটার্জীর কাউন্সিলর পদ খারিজ করার বিষয়ে তোড়জোড় শুরু। ঝালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিলা চ্যাটার্জীর পদ খারিজের দাবিতে সরব শাসকদল।
দলীয় সূত্রে খবর, তার প্রক্রিয়াও শুরু করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই, এই মর্মে ঝালদা মহকুমা শাসকের কাছে শিলা চ্যাটার্জীর বিরুদ্ধে তাঁর কাউন্সিলার পদ খারিজের দাবি তুলে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ঝালদার মহকুমাশাসকের তরফে শিলা চ্যাটার্জীকে নোটিশ ও পাঠানো হয়েছে।
এপ্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমন বেলথরিয়া বলেন, West Bengal Municipal act 1993, 21B ধারা অনুযায়ী কোনো কাউন্সিলার দল ত্যাগ করলে, তাঁর পদ খারিজ হতে পারে। ইতিমধ্যেই ঝালদা মহকুমাশাসকের কাছে সেই পদ খারিজের জন্য আবেদন করা হয়েছে।
জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, শিলা চ্যাটার্জীর পাশে দাড়িয়ে, শাসক দল কে এক হাত নিয়ে বলেন, তৃণমূলের কাছে মেজরিটি নেই। তাই বোর্ড বাঁচানোর জন্য সব রকম পন্থা অবলম্বন করছে। কখনও কোর্টে যাচ্ছে, কখনও নির্দল থেকে জিতে আসা শিলা চ্যাটার্জীর পদ খারিজ করতে আসরে নামছে। এর বিরুদ্ধে আগামীকাল উচ্চ আদালতের দারস্থ হবেন শিলা দেবী, জানালেন তিনি। একইসঙ্গে, আত্মবিশ্বাস এর সুরে তিনি বললেন, আগামী ২১শে নভেম্বর ঝালদা পৌরসভায় কংগ্রেসই বোর্ড গঠন করবে।
যদিও এবিষয়ে শিলা চ্যাটার্জীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, পুরনির্বাচনের ফলাফলের দিন চলতি বছরের ৩রা মার্চ, নির্দল থেকে জিতে আসা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিলা চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপর শাসক দলের সঙ্গে ৭ মাস ঘর-সংসার করে ২৭শে অক্টোবর তিনি দল ত্যাগ করেন। আগামী ২১শে নভেম্বর অনাস্থার তলবি সভা হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। কি হবে? কার দখলে থাকবে ঝালদা পুরসভা? উত্তর এর অপেক্ষায় ঝালদার মানুষ।