
৯৯ বাংলা নিউজ ডেস্ক : কাছের মানুষ কাছে নেই, মনে তো আছে আর সেটাই বোধ হয় নতুন করে ফিরে আসার অক্সিজেন। এমনই অক্সিজেন পেয়ে নয়া রূপে পর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। দাড়ি, গোঁফ নেই- একদম নতুন লুক। প্রাকশ্যে এল অভিনেতা সব্যসাচী চৌধুরীর আগামী ধারাবাহিকের প্রোমো। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর নিজেকে দীর্ঘদিন নিজেকে লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশেষে সেই পূর্বের জল্পনা সত্যি হল। স্টার জলসা’ চ্যানেলেই সম্প্রচারিত হতে চলেছে সব্যসাচীর নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে নতুন প্রোমো।
রামপ্রসাদ’, স্টার জলসায় ফের একবার মাইথোলজিক্যাল ধারাবাহিকে দেখা যাবে সব্যসাচীকে। তাঁর স্ত্রী শর্বাণীর ভূমিকায় রয়েছেন জি বাংলার ‘সৌদামিনীর সংসার’ খ্যাত অভিনেত্রী সুস্মিলি আচার্যকে। এছাড়া, শ্যামা মায়ের চরিত্রে অভিনয় করবেন পায়েল দে। প্রোমোতে দেখা গিয়েছে, বিয়ের আসরে বর বেশে সব্যসাচী। ‘শর্বাণী’র সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বাসর রাতে নতুন বরকে গান গাইতে বললে মা কালীর গান ধরেন তিনি। যার ফলে উপস্থিত সকলেই ঠাট্টা করেন। অভিমান করে সেখান থেকে বেরিয়ে যেতেই তাঁর পথ আটকান শ্যামা মা। জিজ্ঞেস করেন, ‘রামপ্রসাদ বাসর ছেড়ে যাচ্ছো কোথায়? ওঁদের কথা খারাপ লেগেছে বুঝি?’ উত্তর আসে, ‘বিয়ের রাতে মায়ের গান গেয়েছি বলে ওরা ঠাট্টা করছে।’ একইসঙ্গে রামপ্রসাদ প্রশ্ন করেন, ‘সংসারে থেকে কি মা কালীকে পাওয়া যায় না?’ কালীরুপী পায়েল বলেন, ‘সংসার কি মাকে ছাড়া হয়, তুমি প্রমাণ করবে সংসারে থেকেও মাকে পাওয়া যায়।’
উল্লেখ্য, গত ২০ই নভেম্বর প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুরো সময়টাতে তাঁর পাশেই ছিলেন সব্যসাচী। অভিনেত্রীর প্রয়াণের পর প্রায় একমাস দেখা মেলেনি সব্যসাচীর। গত ৩১শে ডিসেম্বর বন্ধুদের সঙ্গে নিজের ক্যাফেতে হাসিমুখে ধরা দেন অভিনেতা। সব্যসাচীকে শেষবার দেখা গিয়েছিল ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে। সাধক বামাক্ষ্যাপার চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
পুরনো ধারাবাহিকে গাল ভর্তি দাড়ি ছিল কিন্তু এবারে একেবারে ‘ক্লিন শেভ’। নতুন ভাবে সব্যসাচীকে দেখতে উচ্ছ্বসিত দর্শকরা। ঐন্দ্রিলা, সব্যসাচীর ভালোবাসা, বন্ডিং, তাঁদের বন্ধুত্ব এক অনন্য নজির। প্রতিটা মানুষের কাছে বন্ধুত্বের এক অনন্য সংজ্ঞা। যার সাক্ষী থেকেছি আমরা সবাই। প্রিয় মানুষের চলে যাওয়াটা মারাত্মক রকম হৃদয় বিদারক। কাছের মানুষ কাছে নেই কিন্তু সব্যসাচীর প্রিয় মানুষ ঐন্দ্রিলা আছেন মনে। মনের মানুষকে মনে রেখেই আবার নতুন করে কাজের দুনিয়ায় ফিরে, কোথাও একটা যেন অভিনেতা সব্যসাচী বুঝিয়ে দিলেন ‘এভাবেও ফিরে আসা যায়!’