
সন্তোষ কুমার মন্ডল, সালানপুর: রূপনারায়ানপুর রেল ব্রিজে ফাটল দেখা দিলো।রবিবার সকালে রূপনারায়ানপুরের রেল ব্রিজের গার্ডওয়াল ভেঙ্গে যায় কোনো এক গাড়ির ধাক্কায়।তারপরেই চোখে পড়ে ব্রিজের ফাটল।জানা যায় এই ব্রিজ রেলের অধীনে।আর ব্রিজের উপরেই রয়েছে এগারোশো হাজার ভোল্টের লাইনের তার।আর তারের উচ্চতা রয়েছে সামান্য।যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে। স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।ঘটনার খবর পেয়ে রেল ব্রিজে সামনে ছুটে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ রেলের আই.ও.ডাবলু শঙ্কর সাউ সহ রেলের অন্যান্য আধিকারিকগণ।তারা এসে ব্রিজটি পরিদর্শন করেন।এদিন মহম্মদ আরমান জানান ফাটলের খবর পেয়ে এসে দেখলাম সত্যিই সামান্য ফাটল রয়েছে।সঙ্গে সঙ্গে জেলা শাসক এবং রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রেল কর্তৃপক্ষ এসে পরিদর্শন করেছে তারা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে।