
৯৯ ডিজিটাল ডেস্ক, দুর্গাপুর : হাম ও রুবেলা প্রতিরোধে
টিকাকরণে জোর রাজ্য স্বাস্থ্য দপ্তরের। দুর্গাপুরে শুরু টিকাকরণ কর্মসূচি।
করোনার জেরে দীর্ঘ দু’বছর ব্যাহত হয়েছিল সব পরিষেবাই। অতিমারি শিথিল হতে তাই শিশুদের হামের টিকাকরণে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ফের রাজ্যে শুরু হাম ভাইরাসের ভ্যাকসিন ক্যাম্প।
হাম ও রুবেলা মূলত আরএনএ ভাইরাস৷
প্রতিটি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর।
বিভিন্ন পৌরসভার তরফে উদ্যোগ নিয়ে ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। একইভাবে, সোমবার দুর্গাপুর মহকুমার সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২০০ টি স্কুলকে নিয়ে দুপুর ১টা নাগাদ বৈঠক আয়োজিত হল দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যদপ্তরে। জানা গেছে, ২০২৩ সালের ৯ জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে।
৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা নিতে হবে। স্কুলের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালেও এই ভ্যাকসিনেশন ক্যাম্প হবে বলে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। কেবল হাম নয়, স্বাস্থ্য দফতর মাথায় রাখছে মিজলস রুবেলাও। মিজলস হল হাম এবং জার্মান হাম হল রুবেলা। তবে শুধু টিকাকরণ কর্মসূচি নয়; হাম ও রুবেলা ঠেকাতে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে সদস্য বাড়ানো হচ্ছে। স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসকমহল।
সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দেবব্রত সাহানা সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।