
৯৯ বাংলা নিউজ ডেস্ক : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ কংগ্রেস কর্মীদের।মঙ্গলবার জামুরিয়া ১ নম্বর ব্লকের কংগ্রেস নেতা কুয়া মোড়ে চাঁদা রাস্তার জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। প্রতিবাদ চাঁদা জামুরিয়া রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। পরে জামুরিয়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সোমনাথ চ্যাটার্জি জানান, এই রাস্তার অবস্থা গত দীর্ঘদিন ধরেই বেহাল।
চার বছর পেরিয়ে গেলেও প্রশাসন সেদিকে কোনো নজর দিচ্ছে না।তিনি বলেন, সম্প্রতি এ সড়কের জরাজীর্ণ অবস্থার কারণে কলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু এর পরেও জামুরিয়ার বিধায়ক বা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সাংসদ কারোরই এই রাস্তা নির্মাণ নিয়ে কোনো মাথাব্যথা নেই। সংস্কারের নামে দুর্নীতির কালো খেলা চলছে।স্থানীয় বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বিধায়ক বাবার নামে এখানকার মানুষকে হুমকি দিচ্ছেন। আতঙ্কের পরিবেশ পরিবেশ তৈরি করেছেন। সোমনাথ বাবু বলেন শীঘ্রই এই রাস্তা সম্পূর্ণ মেরামত না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে জাতীয় কংগ্রেস কর্মীরা।