
৯৯ বাংলা ডেস্ক নিউজ : অলচিকি ভাষায় পঠনপাঠনের দাবিতে পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া,পুরুলিয়া জুড়ে বিক্ষোভ। সকাল থেকে অবরুদ্ধ রাজ্য সড়ক।, সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ১১ দফা দাবিতে রাজ্যজুড়ে ১২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকেই জঙ্গল মহলের জেলাগুলিতে শুরু হয়েছে অবরোধ।
অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক, লরি। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সাতসকালে গুরুত্বপূর্ণ রাজ্যসড়কে পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অশান্তি এড়াতে বিভিন্ন অবরোধস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ। ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বের দাবি, পথ অবরোধ বা চাক্কা জাম কর্মসূচি পূর্ব ঘোষিত। দীর্ঘ ধরে সংগঠনের পক্ষ থেকে দাবি করে আসা তাঁদের ১২ দফা দাবি পূরণে সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় একরকম বাধ্য হয়েই রাজ্য কমিটির ডাকে ১২ ঘণ্টা রেল ও পথঅবরোধের ডাক দেওয়া হয়েছে।