
৯৯ বাংলা নিউজ ডেস্ক,পূর্ব বর্ধমান : সড়কে ভয়াবহ দুর্ঘটনার পরবর্তী মুহূর্তেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাস দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে কড়া পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করলো জেলা পুলিশ সহ পরিবহণ দফতর।
বাস বা ট্রেকার মালিকদের নিয়ে গত সোমবার জেলার বিভিন্ন থানায় বৈঠক করা হয়। এই প্রসঙ্গে জামালপুর থানার উদ্যোগে বৈঠক করে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। বাস বা ট্রেকার এ যাত্রীবহন করার ক্ষেত্রে নিয়মের কথা জানিয়ে দিয়েছেন পুলিশ আধিকারিকরা।কোনোভাবেই বাস বা ট্রেকারের ছাদে যাত্রীবহন করা চলবে না।ট্রেকারের পিছনের দিকে বা পাশে ঝুলন্ত অবস্থায় কোনো যাত্রী বহন করা চলবে না বলেও জানানো হয়।
গতকাল বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকে সরাসরি রাস্তায় নামেন পুলিশ আধিকারিকরা। বাসের ছাদে এখন যেসকল রেলিং রয়েছে তা যেমন কেটে খুলে দেওয়া হয়। অন্যদিকে প্রতিটা ট্রেকারের পিছনের দিকে কাঠের পাটাতন খুলে দেওয়া হয়। বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করতেন ট্রেকারে । এমনকি বাদুর ঝোলা হয়ে বহু সময় যাতায়াত করতেও দেখা যায়। সেইভাবে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেই এসডিপিও সহ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ট্রেকারের পাটাতন কেটে দেওয়া হয়। সঙ্গে কেটে দেওয়া হয় বাসের ছাদের রেলিং। এরপরেও যদি বাস চালক বা ট্রেকার চালকরা অমান্য করেন তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।