
সন্তোষ কুমার মন্ডল,সালানপুর:- বহু দিনের অপেক্ষার অবসান। অবশেষে দাবী মেনেই রূপনারায়ণপুরের দুটি প্রধান রাস্তার পূর্ণ সংস্কারের কাজের শিল্যানাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ।
উল্লেখ্য,বহু দিনের দাবী ছিল রাস্তার সংস্কারের। কিন্তু একাধিকবার অভিযোগ জমা পড়লেও শুধু মিলেছে কেবল প্রতিশ্রুতি। তবে এবার খোদ অভিযোগ জমা পড়ে জেলা পরিষদে। অভিযোগ পাওয়া মাত্র নড়ে চড়ে বসে জেলা পরিষদ। জেলা পরিষদের ফান্ড থেকে মোট ২২লক্ষ টাকা ব্যয় করে এই দুটি রাস্তার পূর্ণ সংস্কার করা হবে বলে জানা যায়। প্রথম রাস্তাটি হলো রূপনারায়ণপুর দুর্গামন্দির থেকে ডাবরমোড় পিঠাকিয়ারি ধীবরপাড়া পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হবে এবং দ্বিতীয় রাস্তাটি রেল গেট থেকে টোল ট্যাক্স পর্যন্ত মেরামত করা হবে।মোট (দেড় কিমি) রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান মহম্মদ আরমান। তিনি এলাকার ব্যাবসায়ীদের কাছে আবেদন জানান রাস্তার পাশে ফুটপাত যেনো দখল না হয় তার দিকে ব্যাবসায়ীদের কড়া নজর দিক। তিনি বলেন,যানজট মুক্ত রাখার একমাত্র উপায় ফুটপাত ছেড়ে রাখা। তিনি আরও বলেন একাধিক পরিকল্পনা নিচ্ছে রাজ্যসরকার। রূপনারায়ানপুরে মানুষের জন্য তার দল সর্বদায় পাশে আছে ।