
৯৯ বাংলা নিউজ ডেস্ক : একের পর এক ভূমিকম্প।কেঁপে উঠল হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এর আগে, প্রথমে দিল্লি, তারপর ভূমিকম্প হয়েছিল পঞ্জাবেও। শনিবার ভোরে ভূমিকম্প হয়। ঘটনার জেরে আতঙ্কে স্থানীয়রা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত? ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
এনসিএস (National Center for Seismology) এর তরফে জানানো হয়েছে, এদিন ভোর ৫ টা ১৭ নাগাদ হিমাচল প্রদেশের চাম্বা জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। ভূমিকম্প শুরু হতেই স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে পড়েন। আতঙ্ক দেখা যায় তাঁদের মধ্যে।
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধরমশালা শহরের ২২ কিলোমিটার পূর্বে ধর সারাউরে। এবং এর উৎসস্থল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। যদিও এদিন কোনও প্রাণহানি হয়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই খবর। তবে ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি জম্মু এবং কাশ্মীরে ভূমিকম্প হয়েছিল। এবং গত সপ্তাহেতে আবার দিল্লিতে তিনবার ভূমিকম্প হয়, তাও আবার তিনদিনে।