
৯৯ নিউজ বাংলা ,দুর্গাপুর : কুপন কাটা হলেও সময় মত রেশন না দেওয়ার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টা নাগাদ দুর্গাপুরের গোপাল মাঠে রেশন দোকান খতিয়ে দেখলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। গ্রাহকদের অভিযোগ সময়ে কুপন দিলেও রেশন সময়ে দিচ্ছে না ডিলার। একাধিকবার রেশন ডিলারকে সেই বিষয় নিয়ে জানানো হলেও কোন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। রাজ্যজুড়ে রেশনের ওপর জোর দিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। তারপরেও একাধিক প্রান্তে রেশন না দেওয়ার অভিযোগ উঠছে রেশন ডিলারদের বিরুদ্ধে। একই অভিযোগ উঠছিল গোপাল মাঠে রেশন ডিলারের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার সেই রেশন দোকান খতিয়ে দেখতে এলেন এবং গ্রাহকদের সাথে কথা বললেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। রেশন দপ্তরের এক আধিকারিক রমেন সাহা, রেশন দোকান পরিদর্শনের পর জানান তারা অভিযোগ পেলেই খতিয়ে দেখেন। এছাড়াও তাদের নিয়মমতো গ্রাহকদের অভাব অভিযোগ শুনতে রেশন দোকানে অভিযান চালান।