
সন্তোষ কুমার মন্ডল, ৯৯ নিউজ রানিগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করে রানীগঞ্জের রেল স্টেশন এলাকা থেকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে দুটি সেমি অটোমেটিক্স সেভেন এম এম পিস্তল, তাদের কোমরে গোজা অবস্থায় পাওয়া যায়। তাদের জেরা করে জানা যায়, ধৃতরা হল বেনিয়াডিহি কোলিয়ারির খনি কর্মী। পড়াশ কোল ডাঙ্গালের বাসিন্দা। তবে ধৃতদের এর আগেও অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়। রবীন্দ্রর কুমার হরিজন ও অপরজন সুরজ রাম যে পূর্বেই বারবনি থানা এলাকার একটি ছিনতাই এর ঘটনায় যুক্ত ছিল বলে জানা গিয়েছে। তবে এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে তাদের রানীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ। এদিন ধৃতদের নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি। ডিসিপি জানান, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কারতুজ ও বেশ কিছু নগদ অর্থ, সিম কার্ড ও একটি মোটর বাইক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি কুলদীপ সনওয়ানে জানান ধৃতরা কোন বড়সড়ো ঘটনা ঘটানোর জন্যই রানীগঞ্জ এলাকায় হাজির হয়েছিল। পিসি পার্টির পুলিশ সক্রিয় থেকে, গোপন সূত্রে খবর পেয়ে রেলস্টেশন এলাকায় অতর্কিতে তাদের ঘিরে ধরে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় এসিপি সেন্ট্রাল শ্রীমন্ত ব্যানার্জি, রানিগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, পিসি পার্টির এসআই হিমাদ্রিশেখর বর্মন কে৷ সমস্ত বিষয় সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে ব্যাখা করেন পুলিশ আধিকারিকরা।