
কৌশিক বসু,দুর্গাপুর : বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে এন টি এস রামনবমী উদযাপন কমিটি দ্বারা আয়োজিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এম এ এম সির বিবেকানন্দ মূর্তির সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। পুরো টাউনশিপ পরিক্রমা করে এই শোভাযাত্রা। তার আগে এই দিন রামনবমী উদযাপন কমিটির মন্ডপে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মন্ডপে তিনি পূজা অর্চনা সারেন। রামনবমী উপলক্ষে তিনি নিজের কেন্দ্রের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানান।

অন্যদিকে দুর্গাপুরের মেনগেট এলাকাতেও ধুমধাম সহকারে রামনবমী পালন করা হয়। সেখানেও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সেই শোভাযাত্রায় অংশ নেন। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, প্রাক্তন কাউন্সিলর ধর্মেন্দ্র যাদব ও কংগ্রেস নেতা তরুণ রায়। শোভাযাত্রা উপলক্ষে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
