
৯৯ বাংলা নিউজ ডেস্ক : প্রশ্নপত্রের সুরক্ষায় প্রাথমিকের টেটের পর এ বার মাধ্যমিক নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই মর্মে এই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে। মূলত পরীক্ষার্থীরা যেখান দিয়ে ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে এই তিনটি ঘরে ন্যূনতম তিনটি সিসিটিভি বসাতেই হবে।
যে স্কুল এই কার্যকরী করতে পারবে না সেখান থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে অন্যত্র করে দেওয়া হবে বলেও পর্ষদের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে।পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে নাকি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন।সরেজমিনে খতিয়ে দেখে তার রিপোর্ট পর্ষদের কাছে পাঠাবেন বলেই পর্ষদের সভাপতি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী মাস থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্রের কারচুপি রুখতে এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
জানা গিয়েছে, চলতি বছরে ২৯০০ টি পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা চলবে। প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট স্কুলগুলিকে আগামী বছর থেকে পরীক্ষাকেন্দ্র হিসেবে গণ্য করা হবে না। পরীক্ষার্থীদের প্রবেশ পথ, প্রধান শিক্ষকের কক্ষ এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা থাকবে সেখানে তিনটি সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একটি তথ্য নির্ভর অ্যাপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে সমস্ত পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ অ্যাডিশনাল সুপারভাইজারকে সমস্ত তথ্য জানাতে পারবেন। অফিসার ইনচার্জ, পরীক্ষাকেন্দ্রের সেক্রেটারি, পরীক্ষাকেন্দ্রের সুপারভাইজার, অ্যাডিশনাল সুপারভাইজার ছাড়া বাকিদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পর্ষদের তরফে পরীক্ষাকেন্দ্রগুলিতে গিয়ে সব ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডি এল এড এর প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার অভিযোগ,বিভিন্ন সময় মাধ্যমিকের প্রশ্নপত্র সোশ্যাল সাইটে দিয়ে দেওয়ার অভিযোগ-এসব মাথায় রেখে প্রশ্ন পত্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ করে দিলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে পুরো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। অর্থাৎ পুরো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে যেতে পারবে না। এবারে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাত শক্ত করল মধ্যশিক্ষা পর্ষদ।