৯৯ বাংলা নিউজ ডেস্ক: এবার পূনঃর্নিবাচিত অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে পোষ্টার পড়লো বাঁকুড়ার পাত্রসায়েরের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । শাসকদলের নারায়ণপুর অঞ্চল সভাপতি আশিষ মিদ্যা নিজের বৌমাকে ‘ দূর্ণীতি করে চাকরী পাইয়ে দিয়েছেন ‘ বলে ঐ পোষ্টারে অভিযোগ তোলা হয়েছে ।
বুধবার সাত সকালে ঐ পোষ্টার ঘিরে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । পোষ্টার দাতা বা দাতাদের নাম ছাড়াই সাদা ফুলস্কেপ কাগজের উপর কালো কালীতে লেখা রয়েছে , ‘ আশিষ মিদ্যা নিজের বউমাকে দূর্ণীতি করে চাকরী পাইয়ে দেওয়া নারায়ণপুর তৃণমূলের সভাপতি হিসেবে মানছিনা মানবনা ‘।
উল্লেখ্য , অতি সম্প্রতি বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে আশিষ মিদ্যাকে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর অঞ্চলের সভাপতি হিসেবে পূনঃর্নিয়োগ করা হয়েছে । অন্যদিকে , আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত ‘ ভুয়ো ‘ গ্রুপ ডি তালিকায় ৬৬ নম্বরে নাম রয়েছে তৃণমূল অঞ্চল সভাপতি আশিষ মিদ্যার বৌমার । তিনি ইন্দাসের একটি স্কুলে গ্রুপ-ডি পদে কর্মরত ।
আর এদিন এই পোষ্টার ঘিরে তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক । শাসক তৃণমূলকে তুলোধনা করার সুযোগ হাতছাড়া করতে চাইছেনা গেরুয়া শিবির । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর দাবি , তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানী । ঐ কোম্পানীতে যে যতো তোলা , কাটমানি আর টাকা দিতে পারবে সে ততো বেশী দায়িত্ব পাবে । নারায়ণপুর অঞ্চল সভাপতি নিজের বৌমাকে বেআইনীভাবে চাকরী পাইয়ে দিয়েছেন । আর এই পোষ্টার পড়ার বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল বলে তিনি দাবি করেন ।
এপ্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি আশীষ মিদ্যাকে ফোন করা হলে তিনি ফোনে জানান , এটা বিজেপির চক্রান্ত নারায়ণপুর অঞ্চলে বিজেপির পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে বিজেপি তত নোংরা রাজনীতি করছে ।
পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাত মুখার্জী তিনিও এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন । পাশাপাশি চাকরির বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা বিচারাধীন বিষয় এ ব্যাপারে আমি কিছু বলবো না ।