
৯৯ বাংলা নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই কাঁথি শহরে উৎসবের রব৷ চারিদিকে বেজে উঠেছে দেশাত্মবোধক গান৷ তারই সঙ্গে রয়েছে তৃণমূলের একাধিক কর্মসূচি৷ কারণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধায়ের ৬৮ তম জন্মদিন৷ তাই নেত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে বাড়তি আয়োজন করেছিল শাসকদল তৃণমূল৷
১৯৫৫ সালের ৫ জানুয়ারি দক্ষিণ কলকাতায় মমতার জন্ম। নেত্রীর জন্মদিনকে কেন্দ্র করে এদিন কাঁথি শহরের ক্যালটেক্স মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে এলাকার বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথমে এক বৃদ্ধাকে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে এলাকায় দুঃস্থ শতাধিক বাসিন্দাদের শীতবস্ত্র বিতরণ করা হয়। দূর থেকে তা পরখ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতার অনুগামীদের৷
বস্তুত, এদিন কাঁথিতে নেত্রীর জন্মদিন পালনের মূল উদ্যোক্তার ভূমিকায় ছিলেন কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূলে কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভা উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি৷ এই প্রসঙ্গে তিনি বলেন, তাদের জননেত্রী দলমত নির্বিশেষে ৩৬৫ দিন মানুষের পাশে থেকে পরিষেবা দিয়ে থাকেন। তাই জন্মদিনে বিশেষ আয়োজন৷ অপরদিকে একই সঙ্গে নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘এই শহরে একজন বেইমান রয়েছেন৷ যিনি তৃণমূল এবং দলনেত্রীর সঙ্গে বেইমানি করেছেন৷ এলাকার মানুষ তাঁকে আগামীদিনে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন৷’’